ছবি : সুদীপ চন্দ

সুদীপ চন্দ, কলকাতা: শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে, 132 তম ডুরান্ড কাপের গ্রুপ বি লিগের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিংকে 3-1 (Rostyn Griffiths 12’ Peryra Diaz 23’ Chhangte 35’) গোলে পরাজিত করে মুম্বাই সিটি এফসি। ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) শিল্ড বিজয়ী মুম্বাই সিটি এফসি ম্যাচের ৩৫তম মিনিটে আই-লিগের দল মোহামেডান স্পোর্টিং-এর পক্ষে তিন গোলের লিড দেয়।

ছবি : সুদীপ চন্দ

রস্টিন গ্রিফিথস, জর্জ পেরিরা ডিয়াজ এবং লালিয়ানজুয়ালা ছাংতে মুম্বাই দলের পক্ষে গোল করেন। খেলা শুরুর ১২ মিনিটের মাথায় রস্টিন গ্রিফিথস প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ২৩ মিনিটের মাথায় জর্জ পেরিরা ডিয়াজ মুম্বাই দলের পক্ষে দ্বিতীয় গোলটি দেন এরপর খেলার ৩৫ মিনিটের মধ্যেই লালিয়ানজুয়ালা ছাংতে মুম্বাই-এর হয়ে তৃতীয় গোলটি করে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। মোহামেডান স্পোর্টিং-এর পক্ষথেকে ৪০ মিনিটের মাথায় গোল করেন ডেভিড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 11 =