নরেন্দ্রপুরে নিজের ঘরে খুন হলেন এক ব্যক্তি, অভিযোগের তীর নিজের স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে, ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ
নরেন্দ্রপুরে নিজের ঘরে খুন হলেন এক ব্যক্তি, অভিযোগের তীর নিজের স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে

অভীক পুরকাইত- নিজের বাড়িতে খুন হলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম শেখ গোলাম মোহাম্মদ, ৪২ বছর বয়স। ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানায় এলাকার খেয়াদা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর খুদিরাবাদ গ্রামে। এই খুনের অভিযোগের তীর ঐ মৃত ব্যক্তির স্ত্রী ও তার দুই ছেলের বিরুদ্ধে। মৃতের মা এবং ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মৃতের বড় ছেলে সাহিল মোহাম্মদ, ছোট ছেলে সাব্বির মোহাম্মদ, ও মৃতের স্ত্রী ওশিদা বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর এই তিনজনের দ্বারা খুন হয়েছেন ওই ব্যক্তি, এ কথা স্বীকার করেছেন তারা। মৃত ব্যক্তি পেশায় গাড়ি চালক ছিলেন। বেশ কিছুদিন তার গাড়ি বন্ধ থাকায় ইনকাম কমে যায়। সংসার চালানোর ক্ষেত্রে দুই ছেলে ও স্ত্রীর সঙ্গে ওই মৃত ব্যক্তির বচসা ও ঝামেলা চলছিল কয়েক দিন ধরে। রাগ করে অভিমানে দু-তিন দিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন শেখ গোলাম মোহাম্মদ। গতকাল সকালে আবার বাড়িতে ফিরে আসেন তিনি, তারপরে আজ সকালে মৃতের মায়ের কাছে খবর যায় তার ছেলে মারা গেছেন। তখনই মা তার অন্যান্য ছেলে দের নিয়ে থানায় খবর দেন। ঘটনাস্থলে আসেন নরেন্দ্রপুর থানার পুলিশ। মা ও তার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে আটক করে নিয়ে যান। মৃতের গায়ে কোপানো ও মারধরের চিহ্ন আছে। পুলিশের প্রাথমিক অনুমান তাকে মারধর করার পরে তাকে কুপিয়ে খুন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 7 =