অনঘ বনিক,কলকাতা– আজ নবান্ন থেকে প্রকাশিত এক বড় রদবদল হল কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের সংখ্যাটি ৩১ জন আইপিএস অফিসার তাদের মধ্যে ১৭ টি জেলার এসপি পরিবর্তন হলো, শিলিগুড়ি র পুলিশ কমিশনারও বদলি হলেন নতুন শিলিগুড়ির পুলিশ কমিশনার হলেন শ্রী সি সুধাকর, বর্তমান পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী গেলেন আইজি জলপাইগুড়ি পদে,কুচবিহারের নতুন এসপি হলেন দ্রুতিমান ভট্টাচার্য, শ্রী মুকেশ ডিআইজি বাঁকুড়া রেঞ্জ থেকে বদলি হয়ে গেলেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জে, মিরাজ খালি ডিআইজির পুরুলিয়া রেঞ্জ থেকে বদলি হয়ে এলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (এস্টাবলিশমেন্ট )পদে, রশিদ মুনির খান ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ থেকে বদলি হলেন ডিআইজি হেড কোয়াটার রে, শ্রী সুমিত কুমার এসপি কুচবিহার থেকে প্রমোশন পেয়ে এলেন ডিআইজি বারাসাত রেঞ্জ, কে কানন এসপি রানাঘাট পিডি থেকে বদলি হলেন সিও ৮তম ব্যাটেলিয়ন ব্যারাকপুরে, শ্রী সূর্য প্রসাদ যাদব ডি সি ট্রাফিক কলকাতা পুলিশ থেকে বদলি হয়ে গেলেন এসপি মুর্শিদাবাদ পদে, শ্রী আনন্দ রায় ডিসিট্রাফিক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার থেকে বদলি হলেন এসপি জঙ্গিপুর পদে, শ্রী অমরনাথ কে এসপি পূর্ব মেদনাপুর থেকে বদলি হলেন এসপি কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিকে, পূর্ব মেদনাপুর এর নতুন এসপি হলেন সৌম্যদীপ ভট্টাচার্যী, শ্রী রাহুল দে এসপি দক্ষিণ দিনাজপুর থেকে বদলি হলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার এনফোর্সমেন্ট ব্রাঞ্চে, শ্রীমতি পুষ্পা এসপি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে বদলি হলেন ডিসি ২ তম ব্যাটেলিয়ন কলকাতা পুলিশে বলে রাখা ভালো এটি একটি কম গুরুত্বপূর্ণ পদ, বারুইপুরের পুলিশ ডিস্ট্রিকে নতুন এসপি হলেন শ্রী পলাশচন্দ্র ঢালী, শ্রীমতি ঈশানি পাল এসপি কৃষ্ণনগর পিডি থেকে বদলি হলেন ডেপুটি কমিশনার চন্দননগর পুলিশ কমিশনার রে, শ্রী কামান আশিস সেন এস পি বর্ধমান রুরাল থেকে বদলি হলেন এস পি হুগলি রুরাল পদে, নতুন এসপি বর্ধমান রুরাল হলেন অমর দীপ সিং, কলকাতা পুলিশের নতুন ডিসি ট্রাফিক হলেন ও ওয়াই এস জগন্নাথ রাও যিনি কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সাউথ ছিলেন, বিনী রাজ বুন্দেশ ডিসি চন্দননগর পুলিশ কমিশনারের থেকে বদলি হলেন কলকাতা পুলিশের ডিসি ডিডি স্পেশাল পদে, ভিজি সতী শ পাষু মারথি এসপি জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে বদলি হলেন ডিসিপি ট্রাফিক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রে, শ্রী কুমার সানি রাজ অ্যাডিশনাল এসপি কুচবিহার থেকে প্রমোশন পেয়ে হলেন এসপি রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, শ্রীমতি অলকানন্দ ভাওয়াল অ্যাডিশনাল এসপি হুগলি রুরাল থেকে বদলি হলেন ডিসি সেন্ট্রাল হাওড়া পুলিশ কমিশনার ডে শ্রী চিন্ময় মিত্রাল অ্যাডিশনাল এসপি পুরুলিয়া থেকে প্রমোশন পেয়ে হলেন এস পি দক্ষিণ দিনাজপুর, শ্রী অমিত বার্মা অ্যাডিশনাল এসপি মাথাভাঙ্গা থেকে প্রমোশন পেয়ে হলেন ডেপুটি কমিশনার ফার্স্ট ব্যাটেলিয়ান কলকাতা পুলিশ, শ্রী মানব সিংলা অ্যাডিশনাল এসপি পূর্ব মেদনাপুর হেডকোয়ার্টার কন্টাই থেকে প্রমোশন পেয়ে হলেন ডিসি বিধান নগর পুলিশ কমিশনার রে, শ্রী অমিত কুমার সাহা অ্যাডিশনাল এসপি মালদা থেকে প্রমোশন পেয়ে হলেন ভিসি ৪ থ ব্যাটেলিয়ন কলকাতা আম পুলিশে, শ্রীমতি ঐশীরা সাগর অ্যাডিশনাল এসপি সোশ্যাল মিডিয়া সেল পূর্ব মেদনাপুর থেকে প্রমোশন পেয়ে হলেন ডিসি বিধাননগর পুলিশ কমিশনার রে, শ্রী রাঘবের অ্যাডিশনাল ডিসি সেন্ট্রাল হাওড়া পিসি থেকে বদলি হলেন অ্যাডিশনাল এসপি কুচবিহারে তে, শ্রী রূপান্তর সেনগুপ্ত অ্যাডিশনাল এসপি রানাঘাট পুলিশ ডিস্টিক থেকে বদলি হলেন অ্যাডিশনাল এসপি ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট
কলকাতার নবান্ন থেকে প্রকাশিত এক বড় রদবদল হল কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশে