
রানা চক্রবর্তী, কোলকাতা : রেলের গতি আজ আটকে দিল ইস্টবেঙ্গল। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল খেলা চার বছর পরে নিজের মাঠে খেলতে নেমে ইস্টবেঙ্গল আজ ইস্টার্ন রেলকে পাঁচ এক করে পরাজিত করে। ম্যাচের কুড়ি মিনিটের মাথায় ফ্রি কিক থেকে নেয়া দীপক সাহার শট গোল রক্ষক প্রতিহত করলে অভিষেক কুঞ্জন ফিরতি বলে গোল করেন। এরপরে ৩১ মিনিটে রেলের ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করেন গেইট।
