অভীক পুরকাইত, সোনারপুর : তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে বক্তব্য রেখে ভাইরাল হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। আর সেই ছাত্র পরিষদের নেত্রী রাজন্যাকে নিয়েই কুরুচিপূর্ণ মন্তব্য করে রুদ্রনীল ঘোষ।

 

 

অভিযোগ, সংবাদমাধ্যমের কাছে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজন্যাকে সতর্ক করেন এই বলে যে ঘরের দরজা ভালভাবে এঁটে রাখতে হবে। নইলে তৃণমূল নেতারা অর্পিতা মুখোপাধ্যায়ের মতো তাঁর ঘরেও টাকা ঢুকিয়ে দেবেন। এহেন মন্তব্য যথেষ্ট অশালীন বলে করেন রাজন্যা।” তিনি আরও বলেন, “এমনি এমনি ওই মঞ্চে ওঠা যায় না। অনেক কষ্ট করে ওঠা যায়। রাজন্যা বোনকে বলব, আপনার মধ্যে সম্ভাবনা খুঁজে পাওয়া গিয়েছে। খুব সতর্ক এবং সাবধান থাকবেন। আপনার ঘরের ভেতরে কতটা জায়গা আছে সেটা না জানলে ওরা টাকা ঢোকাতে পারবে না।” এ দিন থানায় অভিযোগ জানিয়ে রাজন্যা বলেন, “বিজেপি মা বোনদের সম্মান করতে পারে না। মণিপুরে ওরা মহিলাদের উপর অত্যাচার করছে। সেই সংস্কৃতি এখানে নিয়ে আসতে চাইছে। কিন্তু বাংলায় এই জিনিস চলবে না।” রুদ্রনীল ঘোষ একজন শিল্পী হয়ে কী ভাবে এই কথা বলেন, সেই প্রশ্ন তোলেন তিনি। দলের নির্দেশেই থানায় অভিযোগ জানতে এসেছে বলেও জানান রাজন্যা।এইদিন রাজন্যার সাথে থানায় আসেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য এক্সিকিউটিভ কমিটির সদস্য সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি। রুদ্রনীলের মন্তব্যের প্রতিবাদে এই দিন সমাজ মাধ্যমে রুদ্রনীলকে কড়া ভাষায় সমালোচনা করেন ছাত্রনেতা সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি । পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫০০, ৫০৬, ৫০৯ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 11 =