রাখী বন্ধন উৎসব উপলক্ষে MLA ফিরদৌসী বেগম এর উদ্যোগে কমলগাজী মোড়ে সংস্কৃতি দিবস

অভীক পুরকাইত:-রাখী বন্ধন উৎসব উপলক্ষে MLA ফিরদৌসী বেগম ও নরেন্দ্রপুর থানার উদ্যোগে কমলগাজী মোড়ে সংস্কৃতি দিবস পালন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম ও নরেন্দ্রপুর থানার আইসি অনির্বাণ বিশ্বাস, কমলগাজী সোনারপুর মোড়ে পুলিশ কর্মী থেকেআরম্ভ করে সাধারণ পথ চলতি মানুষের হাতে তারা রাখী পরিয়ে দেন। উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলরগন । বিধায়ক বলেন সৌজন্য, ভালোবাসা, ভাতৃত্বের এই বন্ধন যাতে সারা বছর বজায় থাকে তার আবেদন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + eleven =