ধর্ষণে বাধা স্কুল ছাত্রীকে মাথা থেতিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত
ধর্ষণে বাধা স্কুল ছাত্রীকে মাথা থেতিয়ে খুন, গ্রেফতার অভিযুক্তছু 

ধর্ষণে বাধা স্কুল ছাত্রীকে মাথা থেতিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত
যৌন নির্যাতনে বাধা পেয়ে ইট দিয়ে মাথা থেতিয়ে খুন এক নাবালিকা স্কুল ছাত্রীর,এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের ।
স্কুল ছাত্রীকে মাথা থেতিয়ে খুনের অভিযোগে সোমবার রাতে গ্রেফতার করা হয় ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ আব্বাস নামের ওই যুবকে ।সোমবার স্কুল ছুটির পর ওই স্কুল ছাত্রীকে পেশায় খালাসী মোহাম্মদ আব্বাসের সাইকেলে দেখা গেছে। ঘটনার পরে ধৃত যুবক এলাকা ছেড়ে চম্পট দিয়েছিল। এলাকার সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে মোহাম্মদ আব্বাসের সাইকেলের পিছনে বসেছিল ওই স্কুল ছাত্রী।
সোমবার রাত্রি এগারোটা নাগাদ ঘটনাস্থল থেকে কিছুটা দূরের এলাকায় মোহাম্মদ আব্বাসের নিজের বাড়ি থেকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ ।আজ ধৃত যুবককে ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পেশ করে পুলিশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + ten =