ছবি- অভীক পুরকাইত
    • ছবি – অভীক পুরকাইত
    ছবি- অভীক পুরকাইত

    রানা চক্রবর্তী — আজ বাংলার ফুটবলের ঘোর দুর্দিন। সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্যায় পাঞ্জাবের কাছে ৩ – ০ গোলে শোচনীয় পরাজয় বরণ করে বাংলা বিদায় নেয়। সেই দিন আই এফ এর উদ্যোগে বাইপাসের ধারে একটি পাঁচ তারা হোটেলে সিএফএল এর রোলিং ট্রফি উদ্বোধন করেন ফুটবলের জাদুকর প্রাক্তন ব্রাজিলীয় নক্ষত্র রোনাল্ডিনহ গাউছো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব শ্রী অনির্বাণ দত্ত প্রাক্তন সজীব শ্রী জয়দীপ মুখার্জী এবং বর্তমান কর্ম সমিতির বাকি সদস্যরা। উপস্থিত ছিলেন কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান ও মহামাডান ক্লাবের প্রতিনিধিরা। তিন প্রধানের তরফ থেকে রোনালদিনহো কে সম্বর্ধনা জানানো হয় এছাড়াও আই এফ এর তরফ থেকে তাকে একটি রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। এরপরই ফুটবলের জাদুকর সিএফএল রোলিং ট্রফি উদ্বোধন করেন। উল্লেখযোগ্য এর আগে সিএফএল এর কোন ট্রফি ছিল না। সংক্ষিপ্ত অনুষ্ঠানের শেষে রোনাল্ডিনহ কেক কেটে উপস্থিত সকল দর্শকদের অভিবাদন গ্রহণ করে বিদায় নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + six =