রাজপুর সোনারপুর পৌরসভার, "প্রগতি ৩২" ও "৩২ নং ওয়ার্ড উন্নয়ন কমিটির"ও পৌরপিতা বরুণ সরকারের সহযোগিতায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদানের উদ্দেশ্যে যৌথ উদ্যোগ
রাজপুর সোনারপুর পৌরসভার, “প্রগতি ৩২” ও “৩২ নং ওয়ার্ড উন্নয়ন কমিটির”ও পৌরপিতা বরুণ সরকারের সহযোগিতায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদানের উদ্দেশ্যে যৌথ উদ্যোগে
ছবি — অভীক পুরকাইত

ছবি — অভীক পুরকাইত


উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার একাধিক বিভাগের সিআইসি জানাব নজরুল আলী মন্ডল।ছবি — অভীক পুরকাইত
অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্র-ছাত্রীকে শুভেচ্ছা ও সাফল্যের শুভকামনা জানান সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম।ছবি — অভীক পুরকাইত
ছবি — অভীক পুরকাইত

অভীক পুরকাইত,সোনারপুর উত্তর :-রাজপুর সোনারপুর পৌরসভার, “প্রগতি ৩২” ও “৩২ নং ওয়ার্ড উন্নয়ন কমিটির” যৌথ উদ্যোগে এবং পৌরপিতা শ্রী বরুণ সরকারের সহযোগিতায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদানের উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শ্রীপুর শিক্ষা সদন হাইস্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার মাননীয়া বিধায়ক ফিরদৌসী বেগম, উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার একাধিক বিভাগের সিআইসি জানাব নজরুল আলী মন্ডল,রাজপুর সোনারপুর পৌরসভার মাননীয় পৌরপ্রধান ডাঃ পল্লব দাস সহ একাধিক কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্র-ছাত্রীকে শুভেচ্ছা ও সাফল্যের শুভকামনা জানান সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + twelve =