সদর হাসপাতালে সকালের ঘুম উড়িয়ে স্টিং অপারেশন চুঁচুড়ার বিধায়কের
সদর হাসপাতালে সকালের ঘুম উড়িয়ে স্টিং অপারেশন চুঁচুড়ার বিধায়কের

নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া:- ২৬-আগষ্ট অর্থাৎ শনিবার
সকালের ঘুম উড়িয়ে হঠাৎ হসপিটালে হানা দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, একেবারে স্টিং অপারেশন করলেন বিধায়ক।ঢুকে পরলেন প্রতিটি ওয়ার্ডে জেলার সদর হসপিটালের বেহাল দশা নিয়ে বারংবার অভিযোগ আসছিলো।সেই কারনে শনিবার দুপুরে হঠাৎ বিধায়ক হানা‌ দিয়ে হসপিটালে সমস্ত পরিকাঠামো দেখে বিভিন্ন ওয়ার্ড গুরে একাধিক রুগির সাথে কথা বলেন এমনকি তাদের পরিবারের সাথে কথা বলেন ও তাদের থেকে একাধিক অভিযোগ পান,বিশেষত ডাক্তার বাবুরা যে ওষুধগুলো লিখছে তা সলভ মূল্যের দোকানে পাওয়া যাচ্ছে না, কখনো এমন এমন ওষুধ লিখছে যা বাইরের কোন দোকান থেকে আনাতে হচ্ছে এখানে না পাওয়া না গেলে কলকাতা থেকে আনাতে হচ্ছে বহু গরীব মানুষ সরকারি হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য। এইরকম অবস্থা হওয়ায় তারা কোথায় যাবে। তাই তারা বিধায়ককে অভিযোগ করেন অভিযোগ পাওয়ার পর বিধায়ক যথেষ্ট অসন্তুষ্ট হন এবং তিনি জানান ডাক্তারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বিধায়ক এসেছে শুনেও ক্যান্টিনের গেট খোলেননি রান্নাঘরের লোকেরা।শনিবার চুঁচুড়া ইমামবাড়া সদর‌ হসপিটালের রোগী কল্যান সমিতির বোড মিটিং, ঠিক তার আগেই এই হানা, তিনি জানালেন বোর্ড মিটিংয়ে এই সমস্ত বিষয়ে তুলে ধরবেন এমনকি বাথরুমে অবস্থা খুব বেহাল দশা, যাওয়ার উপযোগী নয় বিশেষত ডাক্তার আলমের বিরুদ্ধেই প্রচুর অভিযোগ আসছে প্রচুর দামি দামি ওষুধ লিখে দিচ্ছেন গরিব মানুষদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 14 =