শিয়ালদহ:-
সপ্তাহ শেষে আবারও বড়সড় সমস্যার মুখে পড়লো ট্রেনযাত্রীরা। হঠাৎই সকালবেলায় সিগন্যাল খারাপের জন্য বারাসাত পয়েন্টে বনগাঁ শিয়ালদা লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও, সকালে বনগাঁ থেকে ছাড়া দ্বিতীয় ট্রেনও বামনগাছি স্টেশনে এসে থেমে যায়।ফলে, শিয়ালদহ বনগাঁ ও শিয়ালদহ হাসনাবাদ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হতেই নাজেহাল হয়ে পড়েন সাধারন যাত্রীরা। এদিকে, আপ ও ডাউন রুটে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটতেই পরপর স্টেশনে দাঁড়িয়ে যেতে থাকে একাধিক ট্রেন। তৎক্ষণাৎ বাতিল করে দেওয়া হয় আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন ।অন্যদিকে, বহুক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার জন্য বামনগাছি স্টেশনে এক লোকো পাইলটের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এক যুবক। অভিযোগ, ওই যুবক লোকো পাইলটকে গালিগালাজ করেন, এছাড়া মারধর করারও চেষ্টা করেন। যদিও পাল্টা ওই যুবককেই মারধর করেন স্টেশনে উপস্থিত অন্য যাত্রীরা।চালকের অভিযোগ, ওই যুবক তাঁর উপর চড়াও হলে তিনি বারবার রেল পুলিশের সহায়তা চেয়েও পাননি। কারণ, ওই স্টেশনে সেসময় কোনও রেল পুলিশ ছিল না। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেল পুলিশ। কর্তব্যরত ট্রেনের গার্ড জানান, এদিন সকালে লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়া থেকেই ট্রেনের গণ্ডগোল চলছে।জানা গিয়েছে, সকাল ৭:১৭ নাগাদ হাবড়া লোকাল ট্রেন, নিউ বারাকপুর স্টেশন আসে ৯:২৪ মিনিটে। নিউ বারাকপুর, হাবড়া, অশোকনগর সহ বনগাঁ শাখার সমস্ত স্টেশনের এক ছবি। সব ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে। এমনিতেই সাত সকালে বৃষ্টি, তার মধ্যে ট্রেনের সমস্যা। সব মিলিয়ে চরম দুর্ভোগের স্বীকার হতে হয় পথচলতি সাধারণ যাত্রীদের। যাদের ভরসা শুধুমাত্র রেল।
কলকাতার সিগন্যালিংয়ে বিভ্রাট! হঠাৎই শিয়ালদহ বনগাঁ লাইনে আটকে গেল বহু ট্রেন,চালকের সঙ্গে বচসা