
অভীক পুরকাইত,সোনারপুর-ভাঙ্গড়ের পর এবার সোনারপুর উত্তর বিধানসভা,খেয়াদহ এক ও দুই এই দুই পঞ্চায়েত অঞ্চল কলকাতা পুলিশের অধীন হতে চলেছে। সূত্রের খবর এই দুটি পঞ্চায়েতকে নিয়ন্ত্রণ করার জন্য তিনটি থানা করা হচ্ছে। প্রাথমিক স্তরেওই অঞ্চলে বাড়ি খোঁজার কাজ চালাচ্ছে কলকাতা পুলিশ । যেখানে থাকতে হবে একতলায় চারটি ঘর ও একটি অফিস ঘরসহ দ্বিতীয় তলায় ৫টি ঘর। পুলিশ সূত্রের খবর খুবই চটজলদি এই থানা গুলি চালু করা হবে,দ্বিতীয় স্তরে নিজস্ব বাড়ি তৈরি করা হবে। তিনটি থানার জন্য,তবে এখনো পর্যন্ত এই থানাগুলোর নামকরণ করা হয়নি। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে স্থানীয় সাধারণ মানুষের সাথে ও কথা বলতে শুরু করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের অন্তর্গত হওয়ায় খুশি এই অঞ্চলের বাসিন্দারা।