চাঁদপুরে CPI(M) কর্মী-সমর্থকদের মারধর ও দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
চাঁদপুরে CPI(M) কর্মী-সমর্থকদের মারধর ও দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ

অভীক পুরকাইত -সিপিএমের কর্মীদের উপর হামলার অভিযোগ ৷ মারধর করা হয় ও দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনায় আহত হয়েছেন তিন সিপিএমের কর্মী ৷ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর খানার পুলিশ ৷ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ পঞ্চায়েতে দুর্নীতি, স্বজনপোষনের বিরুদ্ধে আজ পোলঘাট পঞ্চায়েতের চাঁদপুরে সন্ধেবেলায় একটি পথসভার আয়োজন করা হয়েছে ৷ সেই কারণেই এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন কর্মীরা ৷ সেইসময় আচমকা কয়েকজন এসে হামলা চালায় ৷ তাদের মারধোর করা হয়েছে ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনায় তিন আহত কর্মীকে উদ্ধার করে তাদের চিকিৎসা করানো হয় ৷ সিপিএমের অভিযোগ তৄণমুলের লোকজন এই হামলার সাথে জড়িত ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৄণমুল ৷ পোলঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখন্দ আনোয়ারুল হক জানান এর সাথে তৄণমুলের কেউ জড়িত নন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + seven =