রবিবার সকালে বোমার আতঙ্কে আতঙ্কিত কলকাতার হরিদেবপুরবাসী
রবিবার সকালে বোমার আতঙ্কে আতঙ্কিত কলকাতার হরিদেবপুরবাসী। ছবি-অভীক পুরকাইত
ছবি-অভীক পুরকাইত
ছবি-অভীক পুরকাইত
ছবি-অভীক পুরকাইত
  1. ছবি-অভীক পুরকাইত

অভীক পুরকাইত, কলকাতা :-আতঙ্কের নেই অবসান। ক্রমাগত বাড়তেই থাকছে এই আতঙ্ক। রবিবার কলকাতার বুকে ঘটল সেই ঘটনা। সকাল,সকাল বোমা মিলল কলকাতার হরিদেবপুরে । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ওই বস্তুটিকে উদ্ধার করে জলের বালতিতে রাখে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডে ।জানা গিয়েছে, রবিবার সকালে হরিদেবপুরের ব্যানার্জি পাড়ার বকুলতলা মোড়ে প্রতিদিনের মতো এদিনেও ঝাঁট দিতে আসেন সাফাই কর্মীরা। তখনই ভ্যাটের মধ্যে কিছু জড়ানো বস্তুপিন্ড দেখতে পান পুরসভার সেই সকল সাফাই কর্মীরা। এরপর দেখা যায় ব্যাটারি ও তারযুক্ত কিছু একটা বস্তু রয়েছে। যা দেখে কার্যত আতঙ্কিত হন তারা । তড়িঘড়ি খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। খবর পেয়ে পুলিশ এসে ওই বস্তুটিকে উদ্ধার করে জলের বালতিতে রাখে। পুলিশ প্রাথমিকভাবে বস্তুটিকে বম্ব বলেই মনে করছে। তবে ওই সন্দেহজনক বস্তুটি আদৌ কী, তা বম্ব স্কোয়াডই নিশ্চিত করবে। আপাতত ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বম্ব স্কোয়াড কাজ শুরু করেদেয় তড়িঘড়ি।উল্লেখ্য, যে স্থানে বোমাটি মিলেছে সেই জায়গা এমজি রোড সংলগ্ন এলাকা। প্রচুর মানুষ ওই জায়গা থেকে যাতায়াত করেন। স্বাভাবিকভাবেই যদি কোনও বোমা বিস্ফোরণ হত, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত বলে মনে করা হচ্ছে।
তবে বেশ কয়েকদিন আগেই হরিদেবপুর থেকে বোমা উদ্ধার করেছিল পুলিশ। ফের ঘটে গেল একই ঘটনা। ছুটির দিনের সকালে এই ঘটনায় তীব্র আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা।কলকাতায় এত বোমা কোথা থেকে আসছে তা নিয়ে পুলিশের চিন্তার কারণ বেড়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + three =