ছবি : সুদীপ চন্দ

সন্দীপন দত্ত,  কলকাতা : প্রতি বছর ২১শে জুন তারিখে আন্তর্জাতিক যোগাদিবস হিসাবে পালন করা হয়। 2014 সালে রাষ্ট্রসঙ্ঘ প্রথম আন্তর্জাতিক যোগাদিবস পালনের কথা ঘোষণা করে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয় বিশেষ ভূমিকা নেন। ২১ জুন যোগাদিবসের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন তার টুইটারে প্রোফাইলে। সকাল সাড়ে ছটায় তা পোস্ট করা হয়। ভিডিয়োতে তিনি বলেন, যোগাসন এমন কিছু অনুভূতিকে জোরদার করে যা অন্তর্দৃষ্টিকে আরও শক্তিশালী করে। আমাদের বেঁচে থাকাকে আরও অর্থবহ করে তোলে।

বিশ্ব যোগাদিবস সেই উপলক্ষে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস বিশ্ব যোগাদিবস পালন করেন।

ছবি সন্দীপন দত্ত

এছাড়াও বিশ্ব যোগাদিবস উপলক্ষে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের কর্মীরা ও সহ সভাপতি গঙ্গাবক্ষে বিশ্ব যোগাদিবস পালন করেন।

ছবি সন্দীপন দত্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + eight =