![IMG-20230511-WA0045](https://www.newsindiapress.in/wp-content/uploads/2023/05/IMG-20230511-WA0045-696x522.jpg)
আজ কামালগাজি ব্যাংকয়েটে অনুষ্ঠিত হল একটি জরুরী “বর্ধিত সভা”। সোনারপুর ব্লকের অন্তর্গত খেয়াদহ-২ অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মাননীয় জেলা সভাপতি তথা সাংসদ শ্রী শুভাশিষ চক্রবর্তী মহাশয়, সোনারপুর উত্তর বিধানসভার মাননীয়া বিধায়ক ফিরদৌসী বেগম সহ একাধিক বিশিষ্ট নেতৃত্ব।