ভুল চিকিৎসায় রুগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা।
ভুল চিকিৎসায় রুগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা।
ছবি-অভীক পুরকাইত
সুজয় নস্কর, মৃতের বাবা

ঘটনা স্থলে আসেন সোনারপুর থানার ওসি। ছবি-অভীক পুরকাইত

অভীক পুরকাইত,সোনারপুর- ভুল চিকিৎসায় রুগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা। ঘটনার জেরে আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অশান্তির আশঙ্কায় হাসপাতাল চত্বরে মোতায়েন পুলিশ।

সোনারপুর থানা এলাকার সুভাসগ্রামের চন্ডীতলায় বাড়ি শুভ নস্কর নামে এক যুবকের। শনিবার সন্ধ্যায় তাকে কিছু একটা কামড়ায় বাড়ির সামনেই। সাপে কামড়েছে মনে করে তাকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। তাকে পর্যবেক্ষনে রাখার পরিবর্তে দুটি ইনজেকশন দিয়ে ও রক্তের নমুনা সংগ্রহ করে বাড়ি ছেড়ে দেওয়া হয়। বাড়ি নিয়ে যাওয়ার পথেই বমিবশুরু করে সে। ফের হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়।

এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে আরম্ভ করে রুগীর পরিবারের লোকজন। তারা ডাক্তারদের উপর ভুল চিকিৎসা করার অভিযোগে চড়াও হয়। খবর পেয়ে সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আসেন এসডিপিও বারুইপুর। মৃতের পরিবারের দাবী চিকিৎসকদের গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে তরতাজা যুবকের। অভিযুক্ত চিকিৎসকদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + sixteen =